মানুষের মতো ভূতদের মধ্যেও নাকি বোকা থাকে কেউ কেউ! তেমনই বোকা ভূতের গল্প এবার টিভির পর্দায় দেখবে শিশু-কিশোররা। দুরন্ত টিভির নতুন ধারাবাহিক ‘বোকা ভূত’। শিশুতোষ এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। প্রচার হবে আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ১২টা ও রাত ৮টা ৩০ মিনিটে। নাটকের কাহিনি ৩০ সদস্যের এক বিশাল পরিবারকে ঘিরে।
এই পরিবারের ছোট ছেলেমেয়েরা ক্লাব গঠন করেছে বাড়ির চিলেকোঠায়। ক্লাবের প্রধান কাজ হচ্ছে নানা রকম অভিযানমূলক কাজে অংশ নেওয়া। তাদের ঘিরে পরিবারে ঘটতে থাকে মজার মজার কাণ্ড। আর সেই কাণ্ডের সঙ্গে যুক্ত হয় বোকা ভূত! অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, ভাবনা প্রমুখ।