মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। গত সোমবার বরিশাল রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এ সময় বরিশাল রেঞ্জের ছয় জেলার পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া ও ভান্ডারিয়া থানায় মাদক উদ্ধার, জিআর, সিআর, সাজা ওয়ারেন্ট তালিম, নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, ক্লুহীন ঘটনার রহস্য উদ্ঘাটন, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো ও বিট পুলিশিং সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হলো।
উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম এ বছরের ৫ জুন মঠবাড়িয়া সার্কেলে যোগদান করেন।