চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা তত্ত্বাবধায়ক সবুক্তগীন মাহমুদ তায়েছকে মারধরের অভিযোগে সাবেক এক কাউন্সিলরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরের চান্দগাঁও থানার নূর নগর হাউজিং সোসাইটি এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। এরপর মাহমুদ তায়েছ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন।
আসামিরা হলেন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটন এবং তাঁর সহযোগী মিজানুর রহমান, আব্দুর রহমান, মো. বাদশা ও মো. মোরশেদ। তাঁদের মধ্যে মিজান ও মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসান লিটন পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি এবং নূর নগর হাউজিং সোসাইটি প্লট কল্যাণ মালিক সমিতির সাধারণ সম্পাদক।
সবুক্তগীন মাহমুদ তায়েছ জানান, গতকাল ষোলশহরের বির্জা খাল থেকে মাটি তুলে নুর নগর হাউজিংয়ে ফেলার জন্য নিয়ে যান তাঁরা। হঠাৎ হাসান লিটনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় তাঁকে শার্টের কলার ধরে টেনে নিয়ে মারধর করে ট্রাকচালকের চাবি কেড়ে নেওয়া হয়।