হোম > ছাপা সংস্করণ

নৌকার প্রচার মাইকে হামলা আহত ৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরে নৌকার প্রচার মাইকে হামলা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি ও গনি শাহর মাজার এলাকায় পৃথক এই হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।

আহতরা হলেন শেখ ফরিদ (১৪), নাফিজ (১৫), ইমরান (২০) ও সাইদুল শেখ (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভিটি হোগলাকান্দিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাজী আফছার উদ্দিন ভূঁইয়ার প্রচার মাইকে বিদ্রোহী প্রার্থী মো. আখতারুজ্জামান জীবনের কর্মী বাবু কাজীর নেতৃত্বে হামলা চালানো হয়। অন্যদিকে গনি শাহ মাজারের সামনে কাল্লু নামে এক সমর্থকের নেতৃত্বে হামলা চালিয়ে প্রচার বন্ধের হুমকি দেওয়া হয়। বর্তমানে নৌকা প্রতীকের মাইকে প্রচার বন্ধ রয়েছে বলে জানান তাঁরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মো. আখতারুজ্জামান জীবন বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকেরা আমার প্রচারে বাধা দিয়ে উল্টো মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ