স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালিরবাজার, আনন্দ বাজার, মদনেরপাড়া, একাডেমি, বালাসীঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে মানুষকে মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে।’
সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, ‘প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধসহ কয়েকটি বিধি-নিষেধ আরোপ করেছে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হচ্ছে। এ অবস্থায় ওমিক্রনের সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি ও অন্যান্য নির্দেশনা মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরও যাঁরা মাস্ক পরবেন না তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম অর্থদণ্ডসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সরগরম উপজেলার বাজারগুলো। ক্রেতা-বিক্রেতার সমাগম আগের মতোই। মানুষের ভিড় থাকলেও কারও মধ্যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। বেশির ভাগ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। সবাই চলছে নিজের খেয়াল-খুশিমতো। সামাজিক দূরত্ব মানছেন না কেউই। যে যার মতো চলাফেরা করছেন। এ অবস্থায় করোনার বিস্তাররোধে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার জন্য উপজেলা প্রশাসন মাঠে নেমেছে।