হোম > ছাপা সংস্করণ

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড

অ্যাডিলেডে ৮ উইকেট হারানোর পরও একা লড়ে যাচ্ছিলেন জস বাটলার। ততক্ষণে খেলে ফেলেছেন ২০৭ বল। অবিশ্বাস্য কিছু করতে হলে, তাঁকেই করে দেখাতে হতো। কিন্তু নাটকীয় কিছু করে ম্যাচ বাঁচানোর চেয়ে নাটকীয়ভাবে আউট হয়ে ফিরলেন বাটলার। ঝাই রিচার্ডসনের বলে বাটলার ফিরেছেন হিট-উইকেট হয়ে। এই উইকেটরক্ষক ব্যাটারের প্রতিরোধ ভাঙার পর দ্রুত ১৯২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ইংলিশদের অসহায় আত্মসমর্পণ। অস্ট্রেলিয়ার জয় ২৭৫ রানের বিশাল ব্যবধানে।

৮২ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিনই ম্যাচ থেকে একরকম ছিটকে যায় ইংল্যান্ড। শেষ দিনে ম্যাচ বাঁচাতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হতো অতিথিদের। তেমন কিছু করার চ্যালেঞ্জ অবশ্য বাটলার ছাড়া আর কেউ নিলেন না। আগের দিনের স্কোরে ৪ রান যুক্ত হতেই ফিরেছেন ওলি পোপ (৪)। এরপর বাটলারের সঙ্গে জুটি বেঁধে লড়াইয়ের চেষ্টা করলেন বেন স্টোকস। তবে ৭৭ বলে ১২ রান করার পর নাথান লায়নের ঘূর্ণিতে ভাঙে স্টোকসের প্রতিরোধ। ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন রীতিমতো ধ্বংসস্তূপ। ক্রিস ওকস অবশ্য চেষ্টা করেছেন কিছু করার। তাঁকে নিয়ে বাটলারও কয়েক মুহূর্তের জন্য আশা ফেরান ইংলিশ শিবিরে। তবে রিচার্ডসনের বল ওকসের স্টাম্প ভাঙলে ইংল্যান্ডের দূরের সম্ভাবনাটুকু আরও ক্ষীণ হয়ে আসে। দ্রুত ফিরে যান ওলি রবিনসনও। ৮ রান আসে তাঁর ব্যাট থেকে। এরপর অদ্ভুত এক হিট উইকেটে বাটলারও (২৬) সাজঘরের পথ ধরলে নিশ্চিত হয় ইংল্যান্ডের বড় হার। শেষ পর্যন্ত ১৯২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। অস্ট্রেলিয়ার হয়ে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন রিচার্ডসন। স্টার্ক ও লায়ন নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংসেই দারুণ ব্যাট করা মারনাস লাবুশেন।

ম্যাচ শেষে বাটলারের ব্যাটিংয়ে ভয় পেয়েছিলেন কি না জানতে চাইলে অজি অধিনায়ক স্মিথ বলেন, ‘আমি বলব না, স্নায়ুচাপে ভুগছিলাম। তবে বাটলার কিছুটা প্রতিরোধ দেখিয়েছে। এই সপ্তাহটা আমার ভালো কেটেছে, উপভোগ করেছি। ছেলেরা খুব ভালো খেলেছে। প্রথম দিন থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে রেখেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ