নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের বাসায় পুলিশ ও প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে নৌকার পক্ষে কাজ করার পরামর্শ দিয়েছে। গত শনিবার রাতে এ দাবি করেছেন সদ্য বিলুপ্ত ছাত্রলীগ কমিটির এই সভাপতি। একই সঙ্গে কমিটি বিলুপ্ত হওয়ার দিনেই প্রশাসনের এমন বহরে তিনি আতঙ্কিত বলেও জানান।
শনিবার রাত ৯টায় ফতুল্লার মাসদাইর এলাকায় রিয়াদের বাসায় পুলিশের তল্লাশি চলছে এমন গুঞ্জন ছড়িয়ে পরে। পরে তাঁর কাছে জানতে চাইলে রিয়াদ বিষয়টি স্বীকার করেন।
রিয়াদ বলেন, ‘শনিবার দুপুরে আমাদের সভা চলছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা এসেছিলেন। তাঁদের নিয়ে সমন্বয় করে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচারণা চালানোর জন্য আমরা মতবিনিময় সভা করেছি। সভার মাঝখানে শুনতে পারলাম যে কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত করা হয়েছে। তারপরেও আমরা সভা পরিচালনা করেছি। কিন্তু আজ (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে আমার বাসায় ডিবি পুলিশ ও অন্যান্য বাহিনীর লোকজন এসেছিলেন। তাঁরা প্রচারণা করতে বললেন।