নওগাঁর সাপাহারে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী মহড়ার একটি ভটভটি উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
গত রোববার রাত ৮টার দিকে উপজেলার ৫ নম্বর পাতাড়ী ইউনিয়নের জলশুকা-পাতাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সেতাবুর রহমান (৪৫)। তিনি উপজেলার বলদিয়াঘাট গ্রামের বাসিন্দা।
এ দুর্ঘটনায় আহতরা হলেন—পাতাড়ী ইউনিয়নের বুলদিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. বাবলা, বাছির আলী, জালাল উদ্দিন এবং জবই গ্রামের ভটভটিচালক ডলার হোসেন, বুলদিয়া গ্রামের নাজমুল হোসেন, শরিকুল ইসলাম ও ইয়াকুব হোসেন।
থানা-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে পাতাড়ী ইউপির চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়। কর্মী-সমর্থকদের নিয়ে এ মহড়ার গাড়িবহর ইউনিয়নের জলশুকা-পাতাড়ীর মাঝামাঝি পৌঁছালে একটি চলন্ত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, রাতে একটি ভটভটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত সাতজনের মধ্যে চারজন রাজশাহীতে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।