হোম > ছাপা সংস্করণ

তিন দিন ধরে বসবাস খোলা আকাশের নিচে

দুর্গাপুর প্রতিনিধি

রাস্তার ধারে খুপরিঘরে এক ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করেন দিনমজুর কছিমুদ্দিন। গত রোববার রাত দেড়টার দিকে ঝড়ে বিশাল আকৃতির একটি কড়ইগাছ আছড়ে পড়ে তাঁর ঘরের ওপর। এ সময় ঘর দুমড়েমুচড়ে গেলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান কছিমুদ্দিনসহ তাঁর পরিবারের চার সদস্য। এ ঘটনা ঘটে দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি লক্ষ্মীপুর গ্রামে।

ঘর ভাঙার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অভিযোগ দিয়েছেন কছিমুদ্দিন। তবে আছড়ে পড়া সরকারি গাছটি এখনো সরানো হয়নি তাঁর খুপরিঘরের ওপর থেকে। ফলে তিন দিন ধরে খোলা আকাশের নিচে রাতযাপন করছে দিনমজুর পরিবারটি।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, বিশাল আকৃতির একটি কড়ইগাছ আছড়ে পড়ে আছে কছিমুদ্দিনের খুপরিঘরের ওপর। ঘরের টিন, আসবাব ভেঙে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে।

কছিমুদ্দিন বলেন, তিন দিন ধরে খোলা আকাশের নিচে বাড়ির উঠানে রাতযাপন করছেন তাঁরা। ইউপি চেয়ারম্যানকে অভিযোগ দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, গাছটি সরিয়ে নেওয়ার। এখনো গাছটি বাড়ির ওপর থেকে সরানো হয়নি। তিনি আরও বলেন, তিনি ও তাঁর স্ত্রী দুজনই দিনমজুর হিসেবে কৃষিকাজ করেন। ভূমিহীন থেকে রাস্তার ধারে চার শতক জায়গা কিনে বাড়ি করেছেন। ঝড়ে ঘর ভাঙায় মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে গেল তাঁদের। গাছটি সরিয়ে নিলেও খুপরিঘরটি মেরামত করার সামর্থ্য নেই তাঁর।

দেলুয়াবাড়ীর ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। ওই পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা হতদরিদ্র। গাছটি সরকারি হওয়ায় এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। গাছটি দ্রুত ওই বাড়ির ওপর থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে আমাকে জানিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে গাছটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কড়ইগাছটি বিক্রির অর্থ ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে দেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ