হোম > ছাপা সংস্করণ

ডন নিয়ে সমালোচনায় রণবীরের জবাব

১৯৭৮ সালে পর্দায় ডন হয়ে হাজির হন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে একই গল্প নিয়ে ডন চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ডন হিসেবে অমিতাভ ও শাহরুখ দুজনেই সফল। ২০১১ সালে ‘ডন ২’-এর পর নির্মাণ হয়নি এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। এক যুগ পর নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে ‘ডন ৩’। অমিতাভ ও শাহরুখের পর এবার ডন হচ্ছেন রণবীর সিং। এমন ঘোষণার পর থেকে নির্মাতাদের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন শাহরুখ ভক্তরা। ডন চরিত্রে রণবীরকে মেনে নিতে পারছেন না তাঁরা। 

তবে এ বিষয়ে এত দিন কোনো কথা বলেননি রণবীর। অবশেষে মুখ খুললেন তিনি। সম্প্রতি সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন রণবীর। সেখানে তিনি এ বিষয়ে কথা বললেন। জানালেন, নিজের মতো করেই ডন চরিত্রে দর্শকের সামনে আসতে চান তিনি।

রণবীর বলেন, ‘হিন্দি সিনেমার সফল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজি এবং আমাদের দুই সুপারস্টারের অবদানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পর্কে আমি অবগত। আশা করছি নিজের সেরাটা দিয়ে ডন চরিত্রে আমি আমার মতো করে চমক হাজির করতে পারব।’

সমালোচনা নিয়ে এ অভিনেতার ভাষ্য, ‘এমন সমালোচনা কিংবা শঙ্কা এবারই প্রথম নয়। ঘোষণার পর প্রত্যাশিতভাবেই অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। সিনেমার ইতিহাসে আগেও এমন ঘটনা ঘটেছে। জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের নাম ঘোষণার পরেও আশঙ্কা দেখা দিয়েছিল। এটা খুবই সাধারণ ঘটনা।’

শাহরুখের মতো প্রিয়াঙ্কা চোপড়াও থাকছেন না ডন ৩ সিনেমায়। তবে আগের দুইবারের মতো এবারও প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে থাকছেন ফারহান আখতার। ২০২৫ সালে ‘ডন ৩’ মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ