ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৪ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিন ভুয়া ডিবি পুলিশ রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আলী আহসান, মো. আরমান হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল কুদ্দুস, মো. আতাউর রহমান রুবেল, মো. তৌহিদুল ইসলাম রাব্বি, মো. আ. রহিম, মো. কাজল মিয়া, মো. উবায়দুল হক, মো. নূর ইসলাম, গোলাপ হোসেন ওরফে মোস্তফা ওরফে মস্তু, কাউসার আহমেদ, নাজমুল ইসলাম, রাকিবুল ইসলাম সাগর, শুভ মিয়া, মো. শফিকুল ইসলাম, জনি দোশাদ, মোজাম্মেল হক, মো. রফিকুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. শান্ত মিয়া, মো. বাবুল মিয়া, লালন মিয়া ও মোস্তাক আহমেদ মোহন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলের, তিন ভুয়া ডিবি পুলিশ সদস্য, নিয়মিত মামলার তিন আসামি, চার জুয়াড়ি, মাদক মামলার তিন আসামি, দস্যুতার মামলায় চার আসামি, গ্রেপ্তারি পরোয়ানায় সাত জনসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।