বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সান্তাহার জংশন স্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন পারিবারিক কলহের জেরে মা মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন আদমদীঘি উপজেলার প্রাণ্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তাঁর মেয়ে ৫ বছর বয়সের শিশু নূরজাহান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান আজকের পত্রিকাকে জানান, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহীন হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মা ময়নুম বেগম মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তাঁরা।
এ বিষয়ে কথা বলতে ময়নুম বিবির স্বামীর বাড়িতে যাওয়া হলে কাউকে পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।