হোম > ছাপা সংস্করণ

পরাজিত প্রার্থীর সমর্থককে চুরি পরানোর অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকের হাতে চুড়ি পরানোর অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের পরাজিত প্রার্থী সেলিনা বেগম সেলির সমর্থক মো. মোশারেফ শেখকে এই চুড়ি পরানোর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ইউপি সদস্য বালী শোকরানা রব্বানি আজাদের নির্দেশে ইকতিয়ার হোসেন নামের এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার গিমটাকাঠি এলাকার মো. মোশারেফ শেখ। এ সময় পরাজিত প্রার্থী সেলিনা বেগম সেলি ও মো. মোশারেফ শেখের ছেলে মো. রেজাউল শেখ উপস্থিত ছিলেন। এদিকে ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত ইকতিয়ার হোসেন।

মো. মোশারেফ শেখ বলেন, তিনি ২০ নভেম্বর অনুষ্ঠিত কচুয়া সদর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী সেলিনা বেগম সেলির সমর্থক ছিলেন। সেলিনা বেগম সেলি হেরে যান। স্থানীয় ইউপি সদস্য বালী শোকরানা রব্বানি আজাদের সমর্থিত প্রার্থী মোহিনি বেগম জয় লাভ করেন।

পরাজিত প্রার্থীর নির্বাচন করার অপরাধে গত সোমবার বিকেলে বালী শোকরানা রব্বানি আজাদের নেতৃত্বে হাজরাখালি গ্রামের ইকতিয়ার হোসেন, শহিদুল শেখসহ ১৫-২০ জন লোক তাঁর বাড়িতে এসে হুমকি দেয়। একপর্যায়ে তাঁর পরিবারের সদস্যদের সামনে বালী শোকরানা রব্বানি আজাদের নির্দেশে ইকতিয়ার হোসেন পকেট থেকে একটি চুরি বের করে তাঁর হাতে পরানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ‘আমাকে বাড়ি থেকে বের না হওয়ার হুমকি দিয়ে তাঁরা চলে যায়। এরপর স্থানীয় বিভিন্ন মোড় ও বাজারে গিয়ে আমার হাতে চুরি পরিয়েছে বলে। এই অপমান সহ্য করব কী করে? এখন আমি এলাকায় মুখ দেখাব কী করে?’

পরাজিত প্রার্থী সেলিনা বেগম সেলি বলেন, নির্বাচনের আগে থেকে ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বালী শোকরানা রব্বানি আজাদ তাঁকে ও তাঁর সমর্থকদের নানাভাবে হুমকি দিয়েছেন। তাঁর একাধিক সমর্থকদের মেরেছেও। মঙ্গলবার সকালেও গিমটাকাঠি গ্রামের সাহাপাড়া এলাকার খোকন সাহা, পলাশী রানী সাহা ও সুশান্তকে মারধর করেছে। নির্বাচনে তাঁকে ভোট দেওয়াই কাল হয়েছে এসব মানুষের।

মো. মোশারেফ শেখের ছেলে মো. রেজাউল শেখ বলেন, ‘আমার বৃদ্ধ বাবাকে এভাবে অপমান অপদস্থ করল, এর কি কোনো বিচার নেই। আমার বাবা রাতে কয়েকবার অজ্ঞান হয়ে পড়েছেন। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার আমরা কঠিন শাস্তি চাই।’

অভিযুক্ত ইউপি সদস্য বালী শোকরানা রব্বানি আজাদ বলেন, এই ধরনের ঘটনা তাঁর নির্দেশে ঘটেনি। তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই নাটক সাজানো হয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তিনি তার তীব্র নিন্দা জানান। দোষীদের শাস্তিও দাবি করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ