নান্দাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
গতকাল রোববার দুপুরে উপজেলা হলরুমে দিনব্যাপী আয়োজন শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী প্রমুখ। সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবুল মনসুর।
অনুষ্ঠানে আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসা জাতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাদ্রাসা শিক্ষার্থীদের বলা হয় পিছিয়ে পড়া সমাজ। কিন্তু আজকের এই প্রতিযোগিতা দেখে মনে হয়, এই ধারণা ঠিক নয়।’