নরসিংদীর রায়পুরায় বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন, আলু, শাকসবজিসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। এতে নিম্ন-মধ্যবিত্ত রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। সাধারণ ক্রেতারা বলছেন, সরকারঘোষিত কিছু পণ্যের দাম কম হলেও সঠিক তদারকির অভাবে ভোক্তাপর্যায়ে বেশির ভাগ পণ্যের দাম এখনো নিম্ন-মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে প্রশাসন বলছে, সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থার নেওয়া হয়।
খুচরা বিক্রেতা মো. কাসেম মিয়া বলেন, ‘পাইকারি বাজার থেকে বেশি দামে আমাদের পণ্য কিনে আনতে হচ্ছে। সেই জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখানে খুচরা ব্যবসায়ীদের কিছু করার নেই। কোম্পানির লোকজন সয়াবিন তেলসহ সঙ্গে না চলা অতিরিক্ত পণ্য চাপিয়ে দেয়। তাই আমাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে এবং তা না করে উপায় নেই। আমাদেরও তো খরচ বেশি পড়ে।’
পাইকারি দোকানের এক মালিক বলেন, ‘পাইকারিতে আমাদের বেশি টাকায় মাল কিনতে হয় বলেই বিক্রিও করতে হয় বেশি। এখানে আমাদের কিছুই করার নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে যাচ্ছি। অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থার নিয়ে থাকি। আগামীতেও তা অব্যাহত থাকবে।’