হোম > ছাপা সংস্করণ

টুঙ্গিপাড়ার পাঁচ ইউপিতে ৮ বিদ্রোহী, স্বতন্ত্র ৫

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়নে নৌকার বিপক্ষে আটজন বিদ্রোহী ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত তাঁরা মনোনয়নপত্র জমা দেন। টুঙ্গিপাড়ার পাঁচটি ইউনিয়নের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শেখ বদরুদ্দীন ও মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কুশলী ইউনিয়নে নৌকার প্রার্থী বেলায়েত হোসেন সরদারের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দুলাল গাজী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান আলী শেখের ছেলে কদর আলী।

বর্ণি ইউনিয়নে নৌকার প্রার্থী মিলিয়া আমিনুলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ খালিদ হোসেন জমাদ্দার।

গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লাল বাহাদুর বিশ্বাসের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শৈলেন্দ্রনাথ বাইন, বর্তমান চেয়ারম্যান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুষেন সেন ও গোপালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি রিকো কবিরাজ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অরুণ বাইন।

পাটগাতী ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ শুকুর আহমেদের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে নেমেছেন বিদ্রোহী প্রার্থী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কবির শেখ।

ডুমুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আহম্মেদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বিশ্বাস। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত আলী শেখ (কিনু) ও সুখময় বাইন চইন্ঠা।

আগামী ২৬ ডিসেম্বর টুঙ্গিপাড়ার পাঁচ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর প্রার্থিতা যাচাই-বাছাই ও ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ