হোম > ছাপা সংস্করণ

গাড়ি উল্টে ঘেরে, আহত ১৫

মনিরামপুর প্রতিনিধি

মনিরামপুরে একটি টেকার (স্থানীয় যান) নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের জলকর রোহিতা গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে সরকারি হেল্প লাইনে কল করেন স্থানীয়রা। খবর পেয়ে পাঁচজনকে মনিরামপুর হাসপাতালে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাঁরা হলেন, মনিরামপুরের কাশিপুর গ্রামের আনজুমানার বেগম (৫০), আমিনপুর গ্রামের আলাউদ্দিন (২৫), পট্টি গ্রামের জামসেদ আলী (৬৪), টেকারের চালক শামিম হোসেন (৪০) ও ঝিকরগাছা উপজেলার পারাসাতপুর গ্রামের আব্দুল মমিন।

উদ্ধারকারী টিটো হোসেন বলেন, ঝিকরগাছা থেকে ১৫-১৬ জন যাত্রী নিয়ে টেকারটি মনিরামপুরে যাচ্ছিল। পথিমধ্যে জলকর রোহিতা লোকমানের চা দোকানের সামনে পৌঁছালে আগে থাকা একটি কাভার্ড ভ্যানকে টপকিয়ে উঠতে যান চালক। তখন টেকারটি উল্টে রাস্তার পাশের ঘেরে পড়ে যায়।

মনিরামপুর ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আজিম বলেন, আহতদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমরা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে এনেছি। জ্ঞান না ফেরায় চালক শামিমকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ