ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে থেকে তাঁদের আটক করা হয়। গতকাল রোববার সকালে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদ জুয়েল মিয়া (২৮) ও মোহাম্মদ মোজাম্মেল (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজারে তাঁদের চলাফেরা ও আচরণ সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও নতুন নির্বাচিত চেয়ারম্যানের কাছে নিয়ে আসেন।
পরে তাঁদের কাছ থেকে চুরি করার সরঞ্জাম পাওয়া যায়। এ ছাড়া তাঁরা চুরি করার উদ্দ্যেশ্য বাজারে এসেছেন বলে স্বীকার করেন। পরে এলাকাবাসী তাঁদের পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় সাংবাদিক আব্দুল হাদী বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, চুরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নবীনগর থানায় একটি চুরির মামলা করা হয়েছে। আসামিদের গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।