হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী ফ্রন্টের এক নেতা।
ইসলামী ফ্রন্টের ওই নেতার নাম সিরাজ উদ্দীন তৈয়বী (৬০)। তিনি হাটহাজারী উন্নয়ন সংগ্রাম পরিষদের মহাসচিব ছিলেন বলে জানা গেছে।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিরা পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. আবুল কালাম আজাদ।