চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ
১। মুজিববর্ষ কী?
উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
২। বঙ্গবন্ধুর জন্মক্ষণের সঙ্গে মিল রেখে ১৭ মার্চ ২০২০ রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনে (BTV) অনুষ্ঠিত অনুষ্ঠানের নাম কী?
উত্তর: ‘মুক্তির মহানায়ক’।
৩। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়?
উত্তর: হালদা নদীকে।
৪। ঐতিহাসিক ‘ছয় দফা’ ঘোষণা করেন কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবিসংক্রান্ত পুস্তিকার নাম কী ছিল?
উত্তর: ছয় দফা: আমাদের বাঁচার দাবি।
৬। ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর জীবনের মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?
উত্তর: প্রায় ১৩ বছর।
৯। ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ভূমিকা লিখেছেন কে?
উত্তর: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০। ‘Mother of Humanity’ কাকে বলা হয়?
উত্তর: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
১১। ‘আমার দেখা নয়া চীন’ কী জাতীয় গ্রন্থ?
উত্তর: স্মৃতিনির্ভর ভ্রমণকাহিনি।
১২। ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থের বর্ণনায় মিয়ানমার (বার্মা) দেশটির কোন বিষয়গুলো উঠে এসেছে?
উত্তর: আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থসামাজিক অবস্থার বিষয়গুলো।
১৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন কবে?
উত্তর: ১৯৩৯ সালে।
১৪। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কোন বাক্য দিয়ে শেষ হয়?
উত্তর: ‘তাতেই আমাদের হয়ে গেল’।
১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
১৬। বঙ্গবন্ধু তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে মিয়ানমারকে কী নামে অভিহিত করেন?
উত্তর: ব্রহ্মদেশ।
১৭। ‘বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনি’ এ কথা কে বলেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা।
১৮। বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন কত সালে?
উত্তর: ১৯৩৮ সালে।
১৯। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেসকোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেন?
উত্তর: ইরিনা বোকোভা।
২০। দ্বিতীয়বার বঙ্গবন্ধুর চীন সফরের ছবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কে উপহার দেন?
উত্তর: চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং।
লেখক: লুৎফা বেগম