হোম > ছাপা সংস্করণ

‘বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা ’

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির বিজয় দিবসের মিছিলে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির নেতা শেখ মুজিবুর রহমান ইকবালের বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। অন্যদিকে বাজিতপুর পৌরসভার মেয়র বলছেন, বিএনপির মিছিল থেকে কুরুচিপূর্ন শ্লোগান দেওয়া হয়। তাই আওয়ামীলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ করেন।

সংবাদ সম্মনেলনে বিএনপি নেতা মনির বলেন, ‘১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করার জন্য কয়েক হাজার নেতাকমী স্লোগান দিয়ে বাজিতপুর বাজার হয়ে ডাকবাংলায় যাচ্ছিলাম। পথে টিঅ্যান্ডটি কার্যালয়ের ও পশু হাসপাতালের কাছে গেলে পেছন থেকে মিছিলের মধ্যে ইট পাটকেল ছুঁড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাঁদের এই হামলায় বিএনপির ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে তাঁরা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অফিস ভাংচুর করে।

বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে কুরুচিপূর্ণ স্লোগান দেয়। এর প্রতিবাদ করেছে আমাদের নেতাকর্মীরা। তখন সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটে। তাঁদের হামলায় আমাদের চার জন আহত হয়েছেন।’

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুদলের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ