দেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
রব বলেন, ‘রাজতন্ত্রের নিউ মডেল এখন বাংলাদেশে। উন্নয়নের রাজনীতি, সো-কল্ড গণতন্ত্রের কথা, এদের চিরদিনের জন্য বিদায় করার জন্য, উচ্ছেদ করার জন্য ইতিহাসের প্রয়োজনে জাতীয় সরকার গঠন করা অনিবার্য হয়ে পড়েছে। এ সরকারের লক্ষ্য হচ্ছে, মুক্তিযুদ্ধের নীতিতে একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করা।’
অনুষ্ঠানে জাতীয় সরকারের ৭ পৃষ্ঠার প্রস্তাবনা তুলে ধরেন রব। এতে জাতীয় সরকারের ৬ দফার উদ্দেশ্য এবং ১৩ দফা কর্মসূচি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ূম, গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ। অসুস্থতার কারণে জাফরুল্লাহ চৌধুরী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানান আয়োজকরা।