হোম > ছাপা সংস্করণ

পাঁচ পেঁয়াজেই ১ কেজি

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে প্রণোদনার পেঁয়াজের বীজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন রামচন্দ্রপুর গ্রামের কৃষক সাইদুর রহমান। ৩০ শতক জমিতে তাঁর আবাদ করা পেঁয়াজের আকার অনেক বড় হওয়ায় কৃষকদেরও নজর কেড়েছে।

খেতের পাঁচটি পেঁয়াজের ওজন হয়েছে এক কেজি। এর আগে এ এলাকায় এত বড় আকারের পেঁয়াজ উৎপাদন হয়নি বলে কৃষকেরা দাবি করেছেন।

গত বৃহস্পতিবার কৃষক সাইদুর রহমান তাঁর খেতের ছয়টি পেঁয়াজ নিয়ে উপজেলা কৃষি অফিসে আসেন। ওই ছয়টি পেঁয়াজের ওজন হয় এক কেজি তিন শ গ্রাম। প্রণোদনা দেওয়া বীজে বড় বড় পেঁয়াজ উৎপাদন হওয়ায় কৃষকের পাশাপাশি কৃষি অফিসের কর্মকর্তারাও আনন্দ প্রকাশ করেছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম খান বলেন, ‘পেঁয়াজের বীজ পাওয়া কৃষক সাইদুর রহমানকে পরামর্শ দিয়ে বীজ বপন করতে বলা হয়। ওই বীজে বাম্পার ফলন হওয়ায় অন্য কৃষকেরাও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ‘গত সেপ্টেম্বর মাসে উপজেলার ৯০ জন কৃষককে বিনা মূল্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ১ কেজি করে নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজের বীজসহ সার দেওয়া হয়। গ্রীষ্মকালীন এ পেঁয়াজ আবাদ করে সফলতা পাওয়া কৃষক সাইদুর রহমান তাঁর খেতের উৎপাদিত পেঁয়াজ নিয়ে অফিসে আসেন। তাঁর মতো অন্য কৃষকেরাও সফলতা পেয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ