নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল সোমবার স্থানীয় সাংসদের উপস্থিতিতে এক সভায় এই আহ্বান জানানো হয়।
গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীরের বাসায় উপজেলার নয়টি ইউপিতে দলের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক সভা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিলের পৌর মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহীম বলেন, ‘আমরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলেছি। তাতে সাড়া না দিলেও কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।’