হোম > ছাপা সংস্করণ

বিধি ভেঙে সমাবেশ নৌকার প্রার্থীকে সতর্ক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হককে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি। এ ছাড়া স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে নির্বাচনী আচরণবিধিমালা অবহিত করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংসদের উপস্থিতিতে সমাবেশ ও মিছিল করায় আরফানুল হককে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তলব করে সতর্ক করা হয়। নির্বাচনী প্রচার শুরুর আগে সভা, সমাবেশ, মিছিল ও প্রচারেও নিষেধ করা হয়।

গত রোববার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা কার্যালয়ে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আরফানুল হক রিফাতকে তলব করা হয়। রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে তলব করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, গত শনিবার রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সভা করায় তাঁকে আসতে বলা হয়। এ সময় এ ধরনের সভা-সমাবেশ করতে তাঁকে নিষেধ করা হয়। পরে নৌকার প্রার্থী এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ১৩ মে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ১৪ মে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত কুমিল্লায় আসেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি ও স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আনন্দ সমাবেশে অংশ নেন। সেখানে দুজনই নৌকার পক্ষে ভোট চান এবং দলীয় নেতা-কর্মীদের মাঠে কাজ করার নির্দেশ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ