হোম > ছাপা সংস্করণ

পোকার আক্রমণে দিশেহারা কৃষক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় আমন খেতে শিষ কাটা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে সবেমাত্র বের হওয়া ধানের শিষ। পোকার আক্রমণে ধানের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার চাষিরা।

শরণখোলার বিভিন্ন গ্রামের মাঠগুলো ঘুরে দেখা গেছে, পোকার আক্রমণে অধিকাংশ মাঠের ধানের শিষ নষ্ট হয়ে গেছে। আক্রমণ ঠেকাতে ধান খেতে কীটনাশক স্প্রে করছেন কৃষকেরা। এরপরও ঠেকানো যাচ্ছে না আক্রমণ।

উপজেলার লাকুড়তলা গ্রামের কৃষক মান্নান খান জানান, তাঁর দশ একর জমির আমন ধান গাছে পর্দা ও লেদা পোকার তীব্র আক্রমণ দেখা দিয়েছে। নিয়মিত কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। পোকায় ধানের শিষ কেটে দেওয়ায় ফলন আশানুরূপ হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি। পোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের তৎপরতা আশানুরূপ নয় বলে অভিযোগ করেন মান্নান।

বগী গ্রামের কৃষক বাদশা খন্দকার বলেন, লেদা ও পর্দা পোকায় ধান শেষ করে দিচ্ছে। কীটনাশক দিলেও তেমন কাজ হচ্ছে না।’

সাউথখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় লেদা ও পর্দা পোকার আক্রমণ দেখা দিয়েছে কিন্তু কৃষি বিভাগের তেমন তৎপরতা চোখে পড়ছ না।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বলেন, ‘কিছু কিছু জায়গায় পর্দা ও লেদা পোকার আক্রমণের কথা শুনেছি। পোকা দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ