বাগেরহাটের শরণখোলায় আমন খেতে শিষ কাটা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে সবেমাত্র বের হওয়া ধানের শিষ। পোকার আক্রমণে ধানের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার চাষিরা।
শরণখোলার বিভিন্ন গ্রামের মাঠগুলো ঘুরে দেখা গেছে, পোকার আক্রমণে অধিকাংশ মাঠের ধানের শিষ নষ্ট হয়ে গেছে। আক্রমণ ঠেকাতে ধান খেতে কীটনাশক স্প্রে করছেন কৃষকেরা। এরপরও ঠেকানো যাচ্ছে না আক্রমণ।
উপজেলার লাকুড়তলা গ্রামের কৃষক মান্নান খান জানান, তাঁর দশ একর জমির আমন ধান গাছে পর্দা ও লেদা পোকার তীব্র আক্রমণ দেখা দিয়েছে। নিয়মিত কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। পোকায় ধানের শিষ কেটে দেওয়ায় ফলন আশানুরূপ হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি। পোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের তৎপরতা আশানুরূপ নয় বলে অভিযোগ করেন মান্নান।
বগী গ্রামের কৃষক বাদশা খন্দকার বলেন, লেদা ও পর্দা পোকায় ধান শেষ করে দিচ্ছে। কীটনাশক দিলেও তেমন কাজ হচ্ছে না।’
সাউথখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় লেদা ও পর্দা পোকার আক্রমণ দেখা দিয়েছে কিন্তু কৃষি বিভাগের তেমন তৎপরতা চোখে পড়ছ না।
উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বলেন, ‘কিছু কিছু জায়গায় পর্দা ও লেদা পোকার আক্রমণের কথা শুনেছি। পোকা দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’