নেত্রকোনার কলমাকান্দায় মুজিবুর রহমান (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত মুজিবুর রহমান দুর্গাপুর উপজেলার পূর্ব নওল্লাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে পেশায় অটোবাইক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ১০টার দিকে মুজিবুর বাড়ি থেকে অটোবাইক নিয়ে বের হয়। পরে সে আর বাড়ি ফেরেনি। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে গতকাল মঙ্গলবার দুপুরে লাশের খবর পেয়ে তাঁর বাবা আবুল কাশেম তার ছেলের লাশ শনাক্ত করেন।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।