মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঠবাড়িয়া–চরখালী সড়কের সাফা বুদাই বাড়ির সেতু সংলগ্ন জায়গায় গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় জহিরুলের চাচাতো ভাই শহিদুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। নিহত জহিরুল ইসলাম পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকার জামাল শরীফের ছেলে। পুলিশ রাতেই তাঁর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাছ ব্যবসায়ী ২ চাচাতো ভাই মোটরসাইকেল যোগে বাগেরহাট থেকে পাথরঘাটা ফিরছিলেন। সন্ধ্যায় সাফা–তুষখালী বাজারের মধ্যবর্তী বুদাই বাড়ি সেতু সংলগ্ন জায়গায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ২ ভাই ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুল ইসলামকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।