দিনকে দিন মহাকাশে পৃথিবীর কক্ষপথে বর্জ্য বেড়েই চলেছে। সম্প্রতি রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সে বর্জ্য আরও বাড়িয়ে দিয়েছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে মহাকাশে নিজেদের স্যাটেলাইট ধ্বংস করেছে দেশটি। এতে করে ছড়িয়ে গেছে ধ্বংসাবশেষ। এভাবে মহাকাশে বর্জ্য বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি শঙ্কায় পড়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না নভোচারীরা। এমনকি আগের মতো পরিষ্কার তরঙ্গ পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় এসব বর্জ্য থেকে রকেটের জ্বালানি বানানোর উদ্যোগ নিতে যাচ্ছে ‘নিউম্যান স্পেস’ নামক অস্ট্রেলিয়ার একটি কোম্পানি। তাদের সঙ্গে কাজ করছে আরও তিনটি কোম্পানি। জাপানের স্টার্টআপ ‘অ্যাস্ট্রোস্কেল’ ইতিমধ্যেই মহাকাশের বর্জ্য সংগ্রহ করার পদ্ধতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ‘ন্যানোরকস’ এবং ‘সিসলুনার’। আগামী ২০২৪ সালে বর্জ্য সংগ্রহ করার টার্গেট দিয়েছে ইউরোপের একটি স্টার্টআপ কোম্পানি।
গার্ডিয়ান