পীরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ দিনের প্রচারণায় সবার কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে নৌকার হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল। গতকাল সোমবার উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর বাজারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের শেষ নির্বাচনী জনসভায় ওই আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বিএসসি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু মিয়া প্রমুখ।
নৌকার প্রার্থী আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১২ বছরে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।