কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন বোর্ডের সড়কের দুটি মেহগনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে নন্দনালপুর ইউনিয়নের ময়েনমোড় থেকে শিবরামপুর সড়কের বাদশামোড় এলাকা থেকে গাছ দুটি গাছ কাটা হয়।
অভিযুক্তরা হলেন শিবরামপুর গ্রামের আপন দুই ভাই হান্নান ও সাগর।
গতকাল রোববার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, গাছ দুটি কেটে সড়কের পাশেই রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কটির পাশেই হান্নান ও সাগরের বাড়ি। সড়কটি পাকা হওয়ার আগে কাচা রাস্তার ধারে তাঁরা দুটি মেহগনি গাছ লাগান। গাছ দুটির বয়স ১৫ থেকে ২০ বছর হবে। টাকার দরকার হওয়ায় শনিবার বিকেলে তাঁরা গাছ দুটি কেটে ফেলেন।
এ বিষয়ে অভিযুক্ত হান্নান বলেন, ‘প্রায় ২০ বছর আগে গাছ দুটি আমরা লাগিয়েছিলাম। চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়েই কাঁটা হয়েছে।’
নন্দনালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নওশের আলী বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। আমি কাউকে অনুমতি দিইনি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম বলেন, ‘গাছ কাটার বিষয়টি আমি শুনেছি। গাছ দুটি যে জায়গায় লাগানো হয়েছিল তা এখন সড়কের জন্য অধিগ্রহণ করা জায়গার মধ্যে পড়েছে। ইউপি চেয়ারম্যানের অনুমতি ছাড়াই কীভাবে ইউনিয়ন বোর্ডের সড়কের গাছ কাটা হলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।’