হোম > ছাপা সংস্করণ

‘দেশে সবচেয়ে বেশি মুগডাল উৎপাদন হয় পটুয়াখালীতে’

পটুয়াখালী প্রতিনিধি

সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মুগডাল উৎপাদন হয় পটুয়াখালীতে। আর পটুয়াখালী জেলার বেশি হয় দুমকিতে। এ ছাড়া তরমুজ ও সূর্যমুখী উৎপাদনের জন্য দক্ষিণাঞ্চল একটি বিরাট সম্ভাবনা বলে জানান কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।

গতকাল শুক্রবার পটুয়াখালীর দুমকিতে মুগডালের পোস্ট হারভেস্ট প্রসেসিং এবং ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সচিব আরও বলেন, ‘দক্ষিণ অঞ্চলে লবণাক্ততা, ঝড় জলোচ্ছ্বাসসহ নানান ধরের দুর্যোগে কৃষি ক্ষতিগ্রস্ত হতো তবে বর্তমানে কৃষি বিজ্ঞানীরা জলবায়ু সহিষ্ণু বীজ উৎপাদন করে কৃষিতে সক্ষমতা সৃষ্টি করছেন।’ তিনি বলেন, ‘দেশের মোট কৃষি জমির ২৫ ভাগ রয়েছে দক্ষিণাঞ্চলে। তাই সরকার এই অঞ্চলের জন্য নতুন নতুন প্রযুক্তি ও ভর্তুকির উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয় কৃষকদের সংকট ও দুর্যোগের সময় পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমের মাধ্যমে তাঁদের পাশে থাকে এবং থাকবে সব সময়।’

এ সময় পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হারুন আর রশিদ, পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ