যশোরের ঝিকরগাছায় পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী ইমরান হাসান সামাদকে রাজাকারের উত্তরসূরি আখ্যা দিয়ে তাঁকে বয়কটের আহ্বান জানিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। গতকাল মঙ্গলবার ঝিকরগাছা বাসস্ট্যান্ডে মানববন্ধনে তাঁরা এই আহ্বান জানান।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংসদের সদস্য ছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে তাঁরা একটি মিছিল বের করে যশোর-বেনাপোল মহাসড়ক ঘোরেন।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দার রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক শাওন রেজা খোকা, উপজেলা সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, মিরাজ হোসেন, রুকসানা খাতুন প্রমুখ।
উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘নির্বাচনে মেয়র পদে স্বাধীনতাবিরোধী আব্দুস সামাদের দৌহিত্র ইমরান হাসান সামাদকে বয়কট করুন। তাঁর দাদা ছিলেন শান্তি কমিটির সভাপতি। রাজাকারদের সহায়তাকারীদের এ দেশে ঠাঁই হবে না।’