ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে তিনটি গরু ও ১১টি হাঁস পুড়ে গেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী আবাসন প্রকল্প সংলগ্ন বাক্প্রতিবন্ধী আব্বাস আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধোঁয়া দেখে তাঁরা আগুন নেভাতে ছুটে আসেন। বাড়িতে বৈদুতিক সংযোগ ও শুকনো লাকড়ি থাকায় দ্রুত বেড়ে ছড়িয়ে পড়ে আগুন। গোয়ালঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে তিনটি পুড়ে যায়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, ক্ষতিগ্রস্ত বাক্প্রতিবন্ধী পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।