হোম > ছাপা সংস্করণ

ট্রেন-বাস সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা রেলওয়ে থানায় এই দুটি মামলা দায়ের করে রেলওয়ে পুলিশ। তবে মামলা দুটিতে কাউকে আসামি করা হয়নি। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে দোষীদের বিরুদ্ধে মামলা হবে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক বলেন, ‘নিহতের ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।’

সংঘর্ষের ঘটনায় রোববার রাতেই জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারকে প্রধান করা হয়েছে কমিটিতে। এ ছাড়া পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও রেলওয়ের কর্মকর্তাদের এই কমিটিতে যুক্ত করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেন ডিসি।

স্টেশন মাস্টার আক্তার হায়দার বলেন, ‘সংঘর্ষের পর লাইন ক্লিয়ার না থাকায় রাতে এক জোড়া ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত ১২টায় ট্রেন লাইন থেকে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে ফেলা হয়। পর্যবেক্ষণ শেষে সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ