বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র থেকে এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসান আলী নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার শিবগঞ্জ এমএইচ কলেজের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই ছাত্রীর মা।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জুড়ি মাঝপাড়া গ্রামের মোখলেছার রহমানের ঘরজামাই হাসান আলী এমএইচ কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে অনেক দিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় হুমকি-ধামকি দিতেন। রোববার মায়ের সঙ্গে এইচএসসি পরীক্ষা দিতে শিবগঞ্জ কলেজে আসে ওই ছাত্রী। পরীক্ষা শেষে কলেজ থেকে বের হতেই হাসান মোটরসাইকেল নিয়ে পথরোধ করে। জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। ওই ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন হাসানকে ধরে গণপিটুনি দেয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্ত হাসানকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’