বগুড়া প্রতিনিধি
বগুড়ায় 'বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ' এর খেলা শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটায় বগুড়া জেলা পুলিশ লাইনস মাঠে এ খেলার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, টুর্নামেন্ট মোট ৫টি দল অংশগ্রহণ করছে।
তিনি আরও জানান, এই দলগুলো লীগ পদ্ধতিতে অংশ নেবে।