হোম > ছাপা সংস্করণ

আ.লীগের বিজয় শোভাযাত্রা

বিজয়ের ৫০ বছর উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে বিজয় মিছিলে নেতা–কর্মীদের ঢল নামে। প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: নগরের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিজয় শোভাযাত্রার নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গির, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, নগরের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা–কর্মী। মিছিলটি নগরীর সদর রোড থেকে বিভিন্ন এলাকা ঘুরে আবার সোহেল চত্বরে এসে শেষ হয়।

আগৈলঝাড়া: গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সহসভাপতি হেমায়েত উদ্দিন সরদার, আব্দুস ছত্তার মোল্লা, বিপুল দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।

উজিরপুর: গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন শিপুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি পরিমল কুমার বাইন অনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন সরদার, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শিপন মোল্লা, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা, ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ