হোম > ছাপা সংস্করণ

নতুন সিনেমায় সজল ও সিন্ডি

অভিনেতা সজল যুক্ত হলেন নতুন সিনেমায়। ‘জীবনের খেলা’ নামের সিনেমাটি বানাবেন ওয়ালিদ আহমেদ। গতকাল সজলের জন্মদিনে ঘোষণা দেওয়া হয় জীবনের খেলা সিনেমার। 

২০১৯ সালে ওয়ালিদ আহমেদ শুরু করেছিলেন ‘লিভ ফর লাইফ’ সিনেমার কাজ। নানা কারণে সেটি শেষ করতে পারেননি নির্মাতা। সেই সিনেমা নতুনভাবে নির্মাণ করছেন ওয়ালিদ। নাম দিয়েছেন জীবনের খেলা। লিভ ফর লাইফের কিছু অংশের সঙ্গে নতুন করে শুটিং করে নির্মিত হবে সিনেমাটি। পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘এটা পুরোপুরি অ্যাকশন মুভি। প্রিয়জন হারানো দুজন মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে এর চিত্রানট্য। কাছের মানুষ হারিয়ে একসময় প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে তারা।’

সজলের বিপরীতে আছেন সিন্ডি রোলিং। যুক্তরাষ্ট্রপ্রবাসী সিন্ডি রোলিংকে এর আগে দেখা গেছে, নোমান রবিনের ‘কমন জেন্ডার দ্য ফিল্ম’ ও ‘পাইরেটস দ্য ব্লাড সিক্রেট’, রেদওয়ান রনির ‘চোরাবালি’, আশিকুর রহমানের ‘মুসাফির’ সিনেমায়। সব শেষ ওয়ালিদের মেঘের কপাটে অভিনয় করেছেন তিনি। 

জীবনের খেলা নির্মাণ হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে। সিনেমার ঘোষণা উপলক্ষে গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এর কলাকুশলীরা। এ সময় প্রকাশ করা হয় সিনেমার তিনটি গান। ‘মায়ার বাঁধন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান ও ঐশী। আরিফ মোতাহারের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান।

ওয়ালিদ আহমেদের লেখা ‘প্রিয়জন’ গেয়েছেন ইমরান ও কনা। সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। তৃতীয় গানটি গেয়েছেন জেফরি ইকবাল। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ