হোম > ছাপা সংস্করণ

পেঁয়াজের দাম মণপ্রতি কমেছে ৪০০ টাকা

ফরিদপুর প্রতিনিধি

আমদানির খবরে ফরিদপুরে এক দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০০ টাকা পর্যন্ত। গত রবি ও সোমবার ফরিদপুরের বিভিন্ন বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয় ১৬০০ থেকে ১৭০০ টাকায়। সেই পেঁয়াজ গতকাল মঙ্গলবার বিক্রি হয় সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়।

তবে হঠাৎ করে দাম কমায় ক্ষতির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন কৃষকেরা।

জানা গেছে, ফরিদপুরে চলতি বছর ৪১ হাজার হেক্টরে প্রায় ৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। যা দেশের মোট উৎপাদনের ২০ শতাংশ। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ সরবরাহ হয়। তবে গতকাল জেলার বিভিন্ন বাজারে হঠাৎই পেঁয়াজের দাম ৪০০ টাকা পর্যন্ত কমে যায়।

সরেজমিনে মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুর ও নালের মোড় বাজারে গিয়ে দেখা গেছে, এলসি খুলে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির খবরের একদিনের ব্যবধানে পেঁয়াজের দর কমে গেছে। গত সোমবার পেঁয়াজ বিক্রয় হয় ১ হাজার ৬০০–১ হাজার ৭০০ টাকা মণ। কিন্তু গতকাল মঙ্গলবার তা সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায় বিক্রয় হয়।

নালের মোড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মহাসিন রোজ বলেন, ‘গতকাল (সোমবার) পর্যন্ত আমরা মণপ্রতি কিনেছি ১ হাজার ৭০০ টাকায়। আজ (মঙ্গলবার) দর দাঁড়িয়েছে ১ হাজার ২০০ টাকায়।’

কানাইপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ‘পেঁয়াজ আমদানি আরও কিছুদিন পরে করলে ভালো হতো। দাম কমে যাওয়ায় ব্যবসায়ী ও কৃষক উভয়ই ক্ষতির মুখে পড়ল।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ