হোম > ছাপা সংস্করণ

তারকাঁটা-পেরেক থেকে মুক্তি

মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরের গাছগুলোতে ঝোলানো বিভিন্ন ধরনের প্রচারমূলক ফেস্টুন, ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার নির্দেশে গত বুধবার এ অপসারণ করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা নেতৃত্ব দেন।

উপজেলার বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রচারের জন্য গাছগুলোতে ফেস্টুন, ব্যানার ও সাইনবোর্ড সাঁটানো হয়েছিল। এই কাজে ব্যবহার করা হয়েছিল তারকাঁটা ও পেরেক। এসব ধাতব বস্তুর আঘাতে মানুষ ও পরিবেশের পরম বন্ধু গাছগুলো ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল।

গাছগুলো রক্ষায় এমন প্রশংসনীয় উদ্যোগ নেওয়ায় উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোস্বামী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল কবির লিটন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।

অপসারণ প্রসঙ্গে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, ‘অনেক প্রার্থীর দোয়া প্রার্থনা এবং প্রচারের জন্য ব্যানার ও ফেস্টুন পেরেক দিয়ে সাঁটানো হয়েছিল। নির্বাচনে রঙিন পোস্টার ও ফেস্টুন আইনত নিষিদ্ধ। তাই এসব অপসারণ করা হয়েছে। এ ছাড়া গাছগুলোরও ক্ষতি হচ্ছিল।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ