হোম > ছাপা সংস্করণ

ইউএস-বাংলার ঢাকা- ব্যাংকক ফ্লাইট ১ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-ব্যাংকক রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইট শুরু হচ্ছে। ২০২০ সালের করোনার প্রথম ঢেউ আসার পর ব্যাংককের সঙ্গে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভুমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাবে তাঁদের উড়োজাহাজ। স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককে অবতরণ করবে।

একই দিন দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে উড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে। সোম ও বুধবার ছাড়া প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। তিনি জানান, ঢাকা-ব্যাংকক রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ২০৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৩ হাজার ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার সঙ্গে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস দেশের সব অভ্যন্তরীণ রুটসহ সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজা, দুবাই, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্র্যাফট রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ