হোম > ছাপা সংস্করণ

দিনাজপুরে নকল প্রসাধন সামগ্রী জব্দ, জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের মাতাসাগরে নামীদামি ব্র্যান্ডের নকল কসমেটিকস শ্যাম্পু, ফেসওয়াশ, ক্রিম ও বডি স্প্রে উদ্ধার ও জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাতাসাগর এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এ সময় তিনি বকুল নামে এক ব্যক্তিকে ২২ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, সানসিল্ক শ্যাম্পু, ফগ বডি স্প্রে, গৌরি ক্রিম, চন্দন ক্রিম, লেকমির মতো নামীদামি বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে হুবহু প্যাকেট তৈরি করে ভেতরে নকল কসমেটিকস সরবরাহ করতো একটি চক্র। ঢাকার চকবাজারে একটি কারখানা থেকে এসব নকল প্রসাধনী সস্তা দামে কিনে বাড়ি বাড়ি গিয়ে ক্রেতাদের আসল বলে বিক্রি করত তাঁরা। কুষ্টিয়া থেকে ব্যবসার উদ্দেশ্যে দিনাজপুরে এসে মাতাসাগরে বাসা ভাড়া নিয়ে নকল পণ্য বিক্রি করে আসছিল ৫ সদস্যের এ চক্র।

এদিকে একই দিন দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট রোধের অভিযানের অংশ হিসেবে শহরের পুলহাট বাণিজ্যিক এলাকায় আরজি ট্রেডার্সের গুদামে চালের অবৈধ মজুত রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আরজি ট্রেডার্স খাদ্য বিভাগের লাইসেন্স ছাড়াই অন্যের গুদাম ব্যবহার করে চাল মজুত করে আসছিল।

সহকারী পরিচালক মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ঢাকার চকবাজার থেকে কেমিক্যাল ক্রয় করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব নকল কসমেটিকস বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করত চক্রটি। এ ছাড়া শহরের পুলহাটে আরজি ট্রেডার্সে অবৈধভাবে চাল মজুত রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ