পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ের একটি রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জালালপুর আরএইচডি থেকে একদন্ত বাজার পর্যন্ত নির্মাণকাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।