হোম > ছাপা সংস্করণ

ইসি গঠনে আগামী সপ্তাহেই সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আগামী সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী রোববার অথবা সোমবার এই সংলাপ শুরু হতে পারে। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তবে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে জানিয়েছেন, তাঁরা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি কিংবা দাওয়াতপত্র পাননি। পত্র পাওয়ার পর দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবেন।

গত ১৪ সেপ্টেম্বর জি এম কাদের এক বিবৃতিতে বলেছিলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে নির্বাচন কমিশন গঠনে একটি আইন নেই যা দুঃখজনক। দলীয় দৃষ্টি থেকে কমিশনার নিয়োগ হলে মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়। একই সুরে ১৬ সেপ্টেম্বর সংসদে কথা বলেন জাপার মহাসচিব ও সাংসদ মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ‘সংবিধানের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন নিয়োগের জন্য যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুসরণ করে একটা পরিপূর্ণ আইন করতে পারি কিনা? আমি সরকারের কাছে প্রস্তাব করব, সংসদ নেতা যদি আপনার আইনমন্ত্রী না আনতে চান, আমাকে নির্দেশ দেন। আমি একটা রেডি করছি বেসরকারি বিল।’

সর্বশেষ ২৮ নভেম্বরও সংসদে নির্বাচন কমিশন গঠনে আইন করার জন্য জাতীয় সংসদে আলোচনা হয়। সেখানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচন কমিশন গঠনে শিগগিরই আইন আনা হচ্ছে। এ ক্ষেত্রে জাতীয় সংসদের আগামী দুটি অধিবেশনের মধ্যেই এটাকে বিল আকারে আনা হবে। তবে, এবারের কমিশন এই আইনের অধীনে হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ