হোম > ছাপা সংস্করণ

বিকল্প সড়ক নির্মাণ না করেই সেতু ভেঙে ফেলায় ভোগান্তি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর পৌর এলাকার আলামনগরে বিকল্প সড়ক নির্মাণ না করেই জনগুরুত্বপূর্ণ সেতু ভেঙে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ১০ গ্রামের কয়েক হাজার চরম বিপাকে পড়েছেন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের অধীনে দরপত্র আহ্বান করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮ লাখ টাকা। সেতুটি নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ।

দুই মাস আগে সেতুটির নির্মাণের দায়িত্ব পাওয়ার পর ঠিকাদার লোকমান হোসেন চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ না করেই সেতুটি ভেঙে ফেলেন। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লাপাং, নবীপুর, চরলাপাং, চিত্রসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন এই সেতু দিয়ে। বিকল্প সড়ক নির্মাণ না করায় বিপাকে পড়েছেন তাঁরা। তাঁদের অনেক দূর দিয়ে ঘুরে যাতায়াত করতে হয়।

নুরে আলম নামে এক ব্যক্তি বলেন, ‘বিকল্প সড়ক না করায় যাতায়াতে অনেক কষ্ট করতে হচ্ছে। সব জায়গায় দেখি নতুন সেতু নির্মাণ করলে বিকল্প সড়ক করা হয়। আমাদের সেতুর কাজও হয় না সেতুর বিকল্প সড়কও হয় না।’

এ বিষয়ে ঠিকাদার লোকমান হোসেন বলেন, ‘সেতু নির্মাণের জন্য সেতুটির এক মাথায় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার বিপরীত দিকে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জায়গা। ব্যক্তি মালিকানাধীন জায়গায় একটি টিনশেড ঘরও রয়েছে। সে জায়গা থেকে ঘর সরিয়ে না নিলে বা তারা বাধা দিলে আমরা সেতুর কাজ শুরু করব কীভাবে। স্থানীয় মেয়র এই বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন।’

নবীনগর উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক হাসান বলেন, ‘আমি যখন যোগদান করেছি তখন এই সেতুটি ভাঙা অবস্থায় পেয়েছি। বিকল্প সড়ক তৈরি না করে সেতু ভাঙার নিয়ম নেই, সে জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি। দ্রুতই সেতুটির কাজ শুরু করার কথা, তবে স্থানীয়দের কিছু সমস্যা থাকায় কাজটি শুরু করা হয়নি।’

নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, আলমনগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের অনুমোদন দেয় সরকার। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবেন ঠিকাদার। আর বিকল্প সড়কের কাজ দুদিনের মধ্যেই শুরু করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ