হোম > ছাপা সংস্করণ

পৌর কাউন্সিলরকে মারধর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফুটপাতে থাকা দোকানের জিনিসপত্র ভাঙার অভিযোগে পৌরসভার কাউন্সিলরকে মারধর করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার পৌর শহরের বন্দরবাজারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তালেব। তিনি দোকানে ভাঙচুর চালান বলে এর প্রতিবাদে তাৎক্ষণিক শহরের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে নেতাদের আশ্বাসে তা খোলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে জিনিসপত্র রাখায় কাউন্সিলর তালেব ভাই ভাই হার্ডওয়্যারের কর্মচারীদের তলব করেন। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি দোকানের জিনিসপত্র নষ্ট করেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে ব্যবসায়ীরা তালেবের ওপর চড়াও হন। পরে মেয়র মোস্তাফিজুর রহমান হস্তক্ষেপে তালেবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তালেবের আঘাতে সুমন বসাক নামের এক ব্যবসায়ীও আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফিরোজ আলম বলেন, কাউন্সিলর তালেব আহত হয়েছেন। তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাই ভাই হার্ডওয়্যারের মালিক বিক্রম পাল বলেন, ‘কাউন্সিলর অতর্কিতভাবে দোকানে হামলা চালিয়েছেন। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় নেতারা সুষ্ঠুভাবে সমাধানের দায়িত্ব নিয়েছেন। সঠিক বিচার না পেলে আইনের আশ্রয় নেওয়া হবে।’

তবে পৌর কাউন্সিলর তালেব জানান, কারও উসকানিতে পৌর মেয়রের সামনেই কতিপয় ব্যবসায়ী তাঁর ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়েন এবং বেধড়ক মারধর করেছেন।

এ বিষয়ে পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি তৃতীয় পক্ষের উসকানিতেও ঘটতে পারে। এটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর সঠিক সুরাহা করা হবে।’

জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, ‘থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ