টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওঠার সুযোগ আছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের। তবে ব্রিসবেনে আজ এক দলের সেমির স্বপ্ন প্রবলভাবে জেগে উঠবে, পথ হারাবে আরেক দল।
আয়ারল্যান্ড এর আগে অনেক বড় দলকেই হারিয়েছে। এবারের বিশ্বকাপেই সুপার টুয়েলভে ৫ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। তাই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ দলটিকে বিপজ্জনকই বললেন, ‘আয়ারল্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে আমরা দেখেছি। তাদের প্রতিভাবান এবং অভিজ্ঞ কিছু খেলোয়াড় রয়েছে। হালকাভাবে নেওয়ার মতো দল নয় তারা।’
আইরিশ অধিনায়ক গ্যারেথ ডেলানি বলেন, ‘সেরাটা দিতে পারলে যেকোনো দলের সঙ্গেই লড়াই সম্ভব।’