ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সলিমগঞ্জ ডিগ্রি কলেজে ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অর্থায়নে এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিকী, কলেজের অধ্যক্ষ মো. ইউনুস, উপাধ্যক্ষ গোলাম মাওলা খান (দিপু), এএসপি বিল্লাল হোসেন, বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী সভাপতি লুৎফর রহমান লালমিয়া, নুরুন্নাহার বেগম, বশির আহমেদ, আবু হানিফ, ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য আহসান উল্লাহ, মশিউর রহমান ফয়েজ, শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।