হোম > ছাপা সংস্করণ

বাঁধের কাজ শুরুর তাগিদ

সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ ডিসেম্বরের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরুর তাগিদ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। ডিসেম্বরের মধ্যেই যেন বাঁধের কাজ শুরু করা হয় সে জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) তাগিদ দেন তিনি।

গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, হাওরের অনেক স্থানে পানি নেমে গেছে। আবার অনেক স্থানেই এখনো নামতে সময় লাগবে। যেসব হাওরে পানি নেমে গেছে সেসব হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ যথাসময়ে শুরু করতে হবে। আর যেসব হাওরের পানি একটু দেরিতে নামবে সেখানে পরে করা হবে। এ সময় গণশুনানির মাধ্যমে পিআইসি গঠন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, অনেক হাওরের ফসল রক্ষা বাঁধ এখনো অক্ষত আছে। স্বচ্ছতার সঙ্গে মানসম্মত টেকসই বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের পরিদর্শনের পরামর্শ দেন। ২০২১-২০২২ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতি মালা ২০১৭ এর আওতায় কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মো. জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী-২ মোহাম্মদ সামসুদদোহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ফরিদুল হাসান, সুনামগঞ্জ সদর মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ